মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
২২ সেপ্টেম্বর, ২০২০
করোনাকালের সংকটসময়ে নানা অঘটন যখন পরপর ঘটে চলেছে, তখন প্রায় সকলের অজ্ঞাতেই বিদায় নিলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবিতার পাশাপাশি তিনি রচনা করেছেন নানান প্রবন্ধগ্রন্থ, লিখেছেন বহু গল্প-উপন্যাস, এমনকি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসও। তবে অনুবাদক হিসেবে তাঁর সাহিত্যকীর্তি সব মহলেই বহুল চর্চিত। অনালোকিত বিশ্ব সাহিত্য ও অন্যান্য ভারতীয় ভাষায় লেখা সাহিত্যরচনাকে তিনি বাংলায় তরজমা করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতে ‘হরপ্পা’-র এই নিবেদন। ...
এই করোনাকালের সংকটসময়ে নানা অঘটন যখন পরপর ঘটে চলেছে, তখন প্রায় সকলের অজ্ঞাতে একে-একে বিদায় নিচ্ছেন বিবিধ ক্ষেত্রের বহু দিকপাল। কবি-প্রাবন্ধিক-গল্পকার-ঔপন্যাসিক এবং অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (২৫.৪.১৯৩৮-৪.৮.২০২০) সে-তালিকায় অন্যতম একজন। প্রথমে প্রেসিডেন্সি কলেজ, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়, কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। কর্মজীবনের শুরু মায়ানমারের রেঙ্গুনে অধ্যাপনার কাজে। পরে অধ্যাপক হিসেবে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। কবিতা লেখার পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ: শিশুসাহিত্য, আত্মহত্যার অধিকার এবং অন্যান্য সনদ, বাস্তবের কুহক কুহকের বাস্তব প্রভৃতির মতো প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন, লিখেছেন বহু গল্প-উপন্যাস, এমনকি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাস। তবে অনুবাদক হিসেবে তাঁর সাহিত্যকীর্তি সব মহলেই বহুল চর্চিত। অনালোকিত বিশ্ব সাহিত্য ও অন্যান্য ভারতীয় ভাষায় লেখা সাহিত্যরচনাকে তিনি বাংলায় তরজমা করেছেন। স্বীকৃতির তালিকা দীর্ঘ না-হলেও শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ‘খগেন্দ্র মিত্র স্মৃতি পুরস্কার’, পশ্চিমবঙ্গ সরকারের ‘বিদ্যাসাগর পুরস্কার’ পেয়েছিলেন; পাবলো নেরুদা, লাতিন আমেরিকার উপন্যাস সমূহ, হুয়ান রুলফোর কথাসমগ্র, শার্ল পেরোর রূপকথা, মিরোস্লাভ হলুবেরের কবিতা, নিকানোর পাররার কবিতা, পিটার বিকসেল, একাধিক স্প্যানিশ গল্প ইত্যাদি তরজমার জন্য ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি থেকে তিনি পান ‘অনুবাদ পুরস্কার’। তাঁকে শ্রদ্ধা জানাতে ‘হরপ্পা’-র এই নিবেদনে অন্তর্ভুক্ত তিনটি প্রবন্ধের দুটি পূর্বপ্রকাশিত। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনার একটি তালিকা প্রকাশ করার ইচ্ছা থাকলেও সে-কাজ সম্পন্ন করতে না-পারায় আমরা আন্তরিকভাবে ব্যথিত। আশা রাখি, অদূর ভবিষ্যতে এ কাজ সম্পূর্ণ হবে।
প্রকাশকাল: ২২ সেপ্টেম্বর, ২০২০
প্রচ্ছদ অলংকরণ ও শিল্প-নির্দেশনা: সোমনাথ ঘোষ
সম্পাদক: সৈকত মুখার্জি
লেখকসূচি
শিবাজী বন্দ্যোপাধ্যায়
অভিজিৎ রায়
সৌম্যদীপ
গ্রাহক হোন
হরপ্পার গ্রাহক হতে গেলে বছরে তিনটি সংখ্যার জন্য মোট পাঁচশো টাকা দিতে হয়। (ডাকমাশুল আলাদা)
যোগাযোগ করুন ই-মেলে অথবা ফোনে কথা বলুন।
সরাসরি প্রাপ্তিস্থান
• হরপ্পার পরিবেশক পশ্চিমবঙ্গে অক্ষর প্রকাশনী, ১৮এ টেমার লেন, কলকাতা-৯ ও বাংলাদেশে বাতিঘর।
• কলেজস্ট্রিটে পাতিরাম, ধ্যানবিন্দু, দেজ, দে বুকস্টোর, উল্টোডাঙায়
সুনীলদার দোকান, রাসবিহারী মোড়ে কল্যাণদার দোকান, রিড বেঙ্গলি বুক স্টোর, শান্তিনিকেতনে রামকৃষ্ণর দোকানের মতো বহু স্টলে হরপ্পা নিয়মিত পাওয়া যায়। এছাড়া অনলাইনে হরপ্পা বিক্রি হয়।
• পত্রিকা পেতে আপনি দপ্তরেও মেল করতে
পারেন।
মুদ্রিত সংখ্যা
হরপ্পার যাত্রা শুরু ২০১৭-র অক্টোবর মাসে চতুর্মাসিক পত্রিকা হরপ্পা লিখন চিত্রণ-এর প্রকাশলগ্নে। মূলত সাহিত্য পত্রিকা হিসেবে হরপ্পা আত্মপ্রকাশ করে বাংলার
শিল্পসংস্কৃতি আচার অনুষ্ঠান রীতিনীতি পালাপার্বণ প্রভৃতি নানা বিষয়কে দু-মলাটের ভিতর নতুন আঙ্গিকে তুলে ধরার লক্ষ্যে। দেখবেন চলুন...